• শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২  নিউইয়র্ক সময়: ০২:৩২    ঢাকা সময়: ১২:৩২
মুখ খুললেন অসুস্থতা নিয়ে

গুজব উড়িয়ে দিলেন গায়িকা মোনালি ঠাকুর

  • বিনোদন       
  • ২৩ জানুয়ারি, ২০২৫       
  • ৯০
  •       
  • --

দেশকন্ঠ  অনলাইন : দু’দিন আগেই খবর ছড়িয়ে পড়ে যে, মঞ্চে গান করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। গত ২১ জানুয়ারি কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল। সেখানেই মঞ্চে পারফর্ম করতে গিয়ে নাকি অসুস্থ হয়ে পড়েন গায়িকা।

মোনালি ঠাকুর নাকি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি, এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপরই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। যা দৃষ্টি এড়ায়নি গায়িকার। তাইতো এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজেই কথা বললেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি স্পষ্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি মোটেও হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনো শ্বাসকষ্টের সমস্যাও হয়নি। আপনারা কোনো ভিত্তিহীন খবর বিশ্বাস করবেন না।

মোনালি ঠাকুর লিখেছেন, আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই যে, আমি মোটেও শ্বাসকষ্টে ভুগছি না। কোনো হাসপাতালেও ভর্তি ছিলাম না। এসব মিথ্যা রটনা। আসলে ভাইরাল জ্বর হওয়ার পর ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। এ কারণে অসহ্য সাইনাস ও মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ শুরু করেছিলাম।

এ গায়িকা আরও জানান, বর্তমানে মুম্বাই রয়েছেন তিনি। সেখানে চিকিৎসা চলছে তার এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন। তার ভাষ্যমতে―আমি সেরে উঠেছি। আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠব। দয়া করে বিষয়টি নিয়ে আর জলঘোলা করবেন না। কথা বলার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। আপনাদের সবার এত উদ্বেগ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।