• শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৭:৪৯    ঢাকা সময়: ১৭:৪৯

১২ বছর একাই জন্মদিনের কেক কেটেছেন গোবিন্দের স্ত্রী

  • বিনোদন       
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫       
  • ২২
  •       
  • ২২:২৩:০২

দেশকন্ঠ অনলাইন : বলিউডের কমেডি হিরো গোবিন্দের সঙ্গে দীর্ঘ ৩৭ বছর ধরে দাম্পত্য সুনিতা আহুজার। কিন্তু তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা। সম্প্রতি তারকা স্ত্রী সুনিতার মন্তব্য এমনই ইঙ্গিত দেয়- আগের মতো সেই সুসম্পর্ক নেই তাদের! টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, স্বামীর কথা হোক বা সন্তানদের কথা, প্রায় সবসময়ই স্পষ্টভাষী সুনিতা আহুজা। এসব নিয়ে রাখঢাকও নেই তার। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন, তিনি ও গোবিন্দ নাকি আলাদা থাকেন। নতুন এক সাক্ষাৎকারেও জানালেন একই রকমের কথা। গত ১২ বছর ধরে জন্মদিন একাই উদ্‌যাপন করেন সুনিতা! একাই কেক কাটেন। আবার নিয়ম করে মদও খান। ঘড়ির কাঁটায় ৮টা বাজলেই মদের বোতল খুলে বসেন তিনি! অবশ্য এমনটা কেন করেন, সেটিও জানিয়েছেন গোবিন্দের স্ত্রী।

মদের প্রতি সুনিতার ভালবাসা রয়েছে। একটি নির্দিষ্ট ধরনের মদ খেতেই পছন্দ করেন এই তারকা পত্নী। তবে প্রতিদিনই যে মদপান করেন, এমনও না। কোনো খুশির দিনে কিংবা ছুটির দিনে মদ খেতে বসেন সুনিতা। তবে জন্মদিনে একাই থাকেন। কারণ সুনীতা মনে করেন, জীবনে তিনি একাই এসেছেন, একাই চলে যেতে হবে।সুনিতার কথায়, ‘আমি আমার ছেলে-মেয়েদের জন্মদিন উদযাপন করি। আর নিজের জন্মদিনে সকালে পূজার্চনা করি। মন্দিরে যাই, কখনও গুরুদ্বারে যাই। একা একা কেক কাটি, তারপর রাত ৮টা বাজলে মদের বোতল খুলে বসি। কারণ জন্ম ও মৃত্যু সবটাই তো একা একা হয়।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।