• শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০২:১৪    ঢাকা সময়: ১২:১৪

ওয়ানডে দলে ফিরলেন সৌম্য ডাক পেলেন অংকন

  • ক্রীড়া       
  • ১৬ অক্টোবর, ২০২৫       
  •       
  • ০০:৪৩:২০

দেশকন্ঠ  অনলাইন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) নির্বাচক প্যানেল। 

দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাকা হয়েছিল তাকে। কিন্তু ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি। ওয়ানডে দলে ছিলেন না সৌম্য। রাখা হয়েছিল নাঈম শেখকে। আফগানদের বিপক্ষে একটি ওয়ানডে খেলেই বাদ পড়েছেন তিনি। 

প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন। এর আগে টেস্ট দলে অভিষেক হয়েছে তার। অংকন ঘরোয়া পর্যায়ে তিন ফরম্যাটে ভালো খেলছিলেন। এশিয়া কাপের পর বাজে আফগানিস্তান সিরিজ কাটানো জাকের আলীর বাদ পড়ার শঙ্কা ছিলেন। তবে তাকে রেখে দেওয়া হয়েছে দলে। ইয়াসির রাব্বির ফেরার সম্ভাবনা থাকলেও দলে ডাকা হয়নি তাকে। 

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে নেই টপ অর্ডার ব্যাটার লিটন দাস ও পারভেজ ইমন। বোলিং আক্রমণে বলার মতো পরিবর্তন আসেনি। স্পিন আক্রমণে তানভীর ইসলাম ও রিশাদ হোসেন আছেন। পেস বোলিং তাসকিন ও মুস্তাফিজের সঙ্গে আছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব। নাহিদ রানা নেই ওয়ানডে দলে। 

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অংকন, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ। 
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।