• শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০১:৪৮    ঢাকা সময়: ১১:৪৮

অভিনয়ের বাইরে ভিন্ন এক কৃতি শ্যানন

  • বিনোদন       
  • ১৬ অক্টোবর, ২০২৫       
  •       
  • ০০:৩০:৫৯

দেশকন্ঠ  অনলাইন : অভিনয় ও চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি জনকল্যাণমূলক নানা কাজ করে যাচ্ছেন বলিউড তারকা কৃতি শ্যানন, যার সুবাদে জার্মানির বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে' অংশ নিলেন তিনি। ভারতীয় অভিনেত্রী হিসেবে কৃতি প্রথম এমন আয়োজনে অংশ নিলেন। 

সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি বার্লিনে ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫’-এর মঞ্চে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বার্তা দিয়েছেন অভিনেত্রী কৃতি। সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী, কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কথা হয় কম। এই মানসিকতায় পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, নারীর স্বাস্থ্য অবহেলার বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘পরিবারে নারীর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই তিনি সবার যত্ন নিতে পারবেন। নারী ছাড়া পরিবারের সবকিছু অসম্পূর্ণ। তাই নারীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে।' নারীর স্বাস্থ্য নিয়ে সচেতন জরুরি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

ইঞ্জিনিয়ারিং পাস করে বলিউডে মন বসিয়েছেন কৃতি। অভিনয়, প্রযোজনার পাশাপাশি রয়েছে তার অন্য ব্যবসা। এখন তিনি ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’ সিনেমার কাজ নিয়ে। ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা ধানুশকে। ‘তেরে ইশক মে’ মুক্তি পাবে আগামী ২৮ নভেম্বর।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।