• সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১  নিউইয়র্ক সময়: ১৫:৫৮    ঢাকা সময়: ০১:৫৮

‘প্রিয়জন’কে হারিয়ে আবেগঘন পোস্ট অলিভিয়ার

  • বিনোদন       
  • ০১ আগস্ট, ২০২৪       
  • ৩১
  •       
  • ০০:৩৩:৪৯

দেশকন্ঠ অনলাইন : এগারো বছরের সঙ্গীকে হারালেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। প্রিয়জনকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগী পোস্ট করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (১ জুলাই) ইনস্টাগ্রামে অলিভিয়া জানান, ১১ বছরের সঙ্গী প্রিয় পোষ্য ইভলিনকে হারিয়েছেন। দুঃসংবাদ দিয়ে সেই পোষ্যের সঙ্গে তোলা ছবিও শেয়ার করেন।
 
পোস্ট করা ছবির ক্যাপশনে অলিভিয়া লেখেন, ‘১১ বছরের পর্ব আজ শেষ হলো। আমি জানতাম যে আমাদের কাছে খুব বেশি সময় নেই। কিন্তু ইভলিন, আমি এই দিনটার জন্য প্রস্তুত ছিলাম না। তুমি আমার জীবনের একটা অংশ তোমার সঙ্গে নিয়ে চলে গেলে। আমাদের একটা গল্প ছিল এবং সেটা সব সময়েই ব্যক্তিগত রয়ে যাবে।’
 
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অলিভিয়া বলেন, ‘গত কয়েক দিন ধরেই ইভলিনের শরীর ভালো ছিল না। তাই খাওয়া-দাওয়াও ঠিকমতো করছিল না। আজই ভেবেছিলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু সেটা আর হলো না। আমার কোলেই ও শেষ হয়ে গেল।’
 
অলিভিয়ার আরও দুটি পোষ্য রয়েছে। তারাও পুরানো সঙ্গীকে না দেখতে পেয়ে বিচলিত। তাই কোনো কাজে ব্যস্ত না থেকে পোষ্যদেরই আজ পুরো সময় দিতে চাইছেন অভিনেত্রী।
 
প্রসঙ্গত, অলিভিয়া টিভি সিরিয়ালের পাশাপাশি সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন। তার কাজের মধ্যে সিরিয়াল ঠিক যেন লাভ স্টোরি, বোঝেনা সে বোঝেনা। সিনেমা এই আমি রেণু, কি করে তোকে বলবো। ওয়েব সিরিজ ব্রেক আপ স্টোরি, মন্টু পাইলট উল্লেখযোগ্য।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।