• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:৪৪    ঢাকা সময়: ০৭:৪৪

স্পিনারদের সক্ষমতার বাড়ানো তাগিদ মুশতাকের

দেশকণ্ঠ অনলাইন : বিশ্বের যেকোন প্রান্তে ব্যাটারদের শাসন করতে নিজ দলের  স্পিনারদের সক্ষমতার ওপড়র আস্থা রাখতে  আহবান জানিয়েছেন  বাংলাদেশ দলের  স্পিন  বোলিং পরামর্শক পাকিস্তানের  মুশতাক আহমেদ।  বাংলাদেশ দলের অনুশীলন শেষে  ১৬ আগস্ট লাহারে এক সংবাদ সম্মেলনে  মুশতাক বলেন,‘সাধারণত বাংলাদেশের  স্পিনাররা খুব, খুব ভাল স্পিনার।  তারা ম্যাচ উইনার  এবং অনেক ম্যাচে দলকে জিতিয়েছে।’
 
‘তাদের সঙ্গে  কাজ করতে পারাটা  আমার জন্য অনেক বড় সম্মানের। সেখানে  বেশ ভাল মানের  কিছু স্পিনার আছে। তারা কোচের  কথা মানে-প্রাণে শোনে।  তাদের সাথে আমার সময়টা বেশ  ভাল যাচ্ছে। তারা বেশ ভালভাবে  শিক্ষা গ্রহণ করে। আমি আশা করছি তারা ম্যাচে একটা  পার্থক্য গড়ে দিতে পারবে।’
 
গত টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফ হিসেবে  যোগদান দিয়েছেন মুশতাক।  তাতে লেগস্পিনার রিশাদ হোসেনের ব্যাপক পরিবর্তন হয়েছে।  তবে  ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার কারণে  টুর্নামেন্টের পর  বাংলাদেশের  স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেননি  তিনি। 
 তবে বাংলাদেশ দলের  পাকিস্তান সফর হওয়ায় স্পিনারদের সাথে অস্থায়ীভাবে কাজ করছেন এ  কিংবদন্তী স্পিনার। ক্রিকেট বোর্ড(বিসিবি) তার জায়গায় স্থায়ীভাবে  কাউকে নিয়োগ  দিতে চেষ্টা করছে। 
 
মুশতাক বলেন,‘তাদের মূল বিষয়টা  ঠিক রাখতে হবে।  অবশ্যই  তাদের সক্ষমতার  ওপড় আপনাকে আস্থা রাখতে হবে।  কোন প্রতিদ্বন্দ্বিতায় নামলে  আপনার শক্ত  আত্মবিশ্বাস দরকার। আপনার আস্থা যদি শক্ত থাকে  তবে বাকি সব কিছুই  ঠিক থাকবে।  আমার কাজ হবে তাদের আ্মবিশ্বাস তৈরি করা যে,তারা যে কাউকে হারাতে পারে।’ দীর্ঘ সময়ে টিকে থাকার জন্য তিনি ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দিকগুলো ঠিক করার  ওপড়ও জোর দেন তিনি। 
 
মুশতাক বলেন,‘ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলো  গুরুত্বপূর্ণ। কৌশলগতভাবে  আপনাকে আপনার স্পিনারদের বলতে হবে কোন আঙ্গেল ব্যবহার করতে হবে, পিচ বুঝতে হবে, ব্যাটারদের জন্য  কিভাবে ফিল্ডিং সাজাতে হবে, আপনি যতই অভিজ্ঞ হোন না কেন এগুলো আপনরাকে  শিখতে হবে।’
দেশকণ্ঠ//আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।