• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১  নিউইয়র্ক সময়: ১২:৪৭    ঢাকা সময়: ২২:৪৭

শ্রীলংকায় সিরিজ জয় বাংলাদেশের

দেশকণ্ঠ অনলাইন : দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলংকা নারী ‘এ’ দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। ১৫ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৯৭ রানের পুঁজি নিয়েও শ্রীলংকাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ জিতেছে ১১ রানের ব্যবধানে। এর আগে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৭ উইকেটে ও ১০৪ রানের বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। 
 
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৮ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও সাথী রানি। এই জুটি বিচ্ছিন্ন হবার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় সফরকারীদের। তারপরও পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৭ রান করে তারা। দলের পক্ষে সাথী সর্বোচ্চ ২৬, রিতু মনি অপরাজিত ২৫, দিলারা আকতার ১৩ ও নিগার সুলতানা ১২ রান করেন। এই চার ব্যাটারই দুই অংকের কোটা পার করতে পেরেছেন। ১২ রানে ৪ উইকেট নিয়েছেন মালশা শেহানি। 
 
৯৮ রানের টার্গেটে খেলতে নামা শ্রীলংকাকে পাওয়ার প্লেতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ৬ ওভারে ১৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করলেও বড় জুটি গড়তে না পারার কারনে হ্যাটট্রিক হারের স্বাদ পেতে হয় শ্রীলংকাকে। ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করে তারা। দলের পক্ষে কৌশিনি নুথিয়াঙ্গা ২৩ ও নিলাকশানা সান্দামিনি ২২ রান করেন। মারুফা আকতার ও নাহিদা আকতার ১৬ রান করে খরচ করে এবং রাবেয়া খান ২২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন। আগামী ১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
দেশকণ্ঠ/আসো 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।