• বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২২:৪১    ঢাকা সময়: ০৮:৪১

বেরোবির বাস বিক্রি করে টাকা ভাগাভাগির অভিযোগ

  • শিক্ষা       
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৪       
  • ৭২
  •       
  • ১১:০৭:৩৫

দেশকন্ঠ অনলাইন : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত একটি বাস হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়য়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এবং আরিফ নামের এক ড্রাইভারের বিরুদ্ধে কৌশলে বাসটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে।কাগজপত্র থেকে জানা যায়, বাসটি ফেরত চেয়ে আবেদনকারীর স্বাক্ষর এবং বাসটি গ্রহণকারীর স্বাক্ষর ভিন্ন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুল সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ মার্চ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে এ কে এম ছায়াদত হোসেন বকুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫২ সিটের একটি বাস উপহার দেন।

জানা যায়, বাসটি নষ্ট হওয়ায় কয়েক বছর ধরে পরিবহন পুলে পরিত্যক্ত ছিল। পরবর্তীতে বাসটি মেরামতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন মন্ত্রণালয় থেকে বাজেট চায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের কোন কাজইপত্র দেখাতে না পারায় মন্ত্রণালয় বাজেট দিতে অস্বীকার করে।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের এক কর্মকর্তা এবং এক বাস ড্রাইভার উপাচার্যকে বাস ফেরত দিতে কৌশলে বাধ্য করেন বলে অভিযোগ উঠেছে। তারা বাসটি ফেরত নেয়ার জন্য ৩০ এপ্রিল ২০২৪, ছায়াদত হোসেন বকুলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেন।

ফলে সদ্য পদত্যাগকারী উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ উপহারের বাসটি ফেরত প্রদানের অনুমতি দেন এবং রেজিস্ট্রার চিঠি দিয়ে গাড়িটি ফেরত নিতে বলেন।

২১ মে ২০২৪ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের (প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী) স্বাক্ষরে বেরোবি/রেজি/২০২৪/৮১ স্মারকে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে পাঠানো এক চিঠিতে বাসটি ফেরত নিতে বলা হয়। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসটি ছায়াদত হোসেন বকুলকে হস্তান্তর করেছেন কিনা তার কোন প্রকার নথিপত্র দেখাতে পারেনি।

জানা যায়, ২০১২ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল জলিল মিয়ার হাতে বাসটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল। সে সময় বাস উপহার প্রদানের ছবি ও প্রেস রিলিজ জনসংযোগ দপ্তর থেকে প্রচারও করা হয়। কিন্তু ২০১৪ সালের ২৩ অক্টোবর তারিখে ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষে বাসটি ফেরত চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা।

এতে বলা হয়েছিল, বাসটি ৩০ হাজার টাকা মাসিক ভাড়ায় বিশ্ববিদ্যালয়কে দেয়া হয়েছিল এবং তিন মাসের ভাড়াও তারা পেয়েছেন। কিন্তু তৎকালীন উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী হিসাব দপ্তরে এ ধরনের কোন চুক্তি বা ভাড়া পরিশোধের প্রমাণ পাননি। বরং চাবি হস্তান্তরের ছবি ও উপহার প্রদান সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় একাধিক সংবাদপত্রে প্রচারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

পরিবহন পুলের উপসহকারী প্রকৌশলী (অটো মোবাইল) মো. সরফরাজ আলম বলেন, “বাসটি হস্তান্তর করার দায়িত্ব ছিল আমার। যে দিন ছুটিতে ছিলাম, সে দিন কে বা কারা বাস নিয়েছে – আমি জানি না। এ বিষয়ে খোঁজে নিতে গেলে ওপর থেকে অনেকেই চাপ দিতে থাকেন। পরে এ বিষয়ে নিউজ করার পর গত ১৫ সেপ্টেম্বর উপাচার্যের দপ্তরের পিএ টু ভিসি (সহকারী নিরাপত্তা কর্মকর্তা) মোঃ আবুল কালাম আজাদ আমার কাছে হস্তান্তরের চিঠিটি জমা দিয়ে যায়।

মোঃ সরফরাজ আলমের কথার প্রক্ষিতে ভিসির পিএ আবুল কালাম আজাদ বলেন, “আমি কেন হস্তান্তর চিঠি জমা দিবো? আমি জমা দেয়ার কে? যার দায়িত্ব ছিল তারা জমা দিছে, এটা তাদের ব্যাপার।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি তো ওই সেক্টরের কেউ না।

বাস ড্রাইভার আরিফ তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার দিক থেকে আমি ঠিক আছি। নিউজ করতে পারো, যা ইচ্ছা লিখতে পারো।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পরিবহন দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার তাপস কুমার গ্বোসামী বলেন, ‘বাস ফেরত দেয়া হয়েছে কিন্তু আমাদের কাছে হস্তান্তরের কোনো ডকুমেন্টস গ্রহণ করা হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, “সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদের লিখিত অনুমতিক্রমে গাড়ি ফেরতের আদেশ দেয়া হয়। গাড়িটি রিসিভ করার বিষয়ে পরিবহন পুল ভালো বলতে পারবে।”

বিষয়টি নিয়ে পরিবহন পুলের সাবেক পরিচালক ড. মো. কামরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি গাড়ি কিনতেও পারি না দিতেও পারি না।”

এ বিষয়ে কথা বলার জন্য ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত হোসেন বকুল সাথে কয়েকদিন ধরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় আত্মগোপনে রয়েছেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।