• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:০৩    ঢাকা সময়: ১৪:০৩

পঞ্চগড়ে শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ

দেশকন্ঠ অনলাইন : জেলায় এবার শুরু হয়েছে আগাম শীতকালীন সবজির চাষ। সবজি চাষীরা শীতকালীন শাক সবজির পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন মাঠে। ভালো দাম পাবার আশায় কৃষকেরা শীতকালীন সবজি লাউ,ফুলকপি, মুলা, পাতাকপি,শিম, ধুনিয়াপাতা, বেগুন, সবুজ শাক চাষে ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষক আগাম সবজি চাষ করায় ইতিমধ্যে বেগুন,মুলা, ধুনিয়াপাতা,শিম স্বল্প পরিমানে বাজারজাত  করতে শুরু করেছেন। ভালো দামও পাচ্ছেন।

জেলার সবুজপাড়া গ্রামের কৃষক  জাকির জানান, তিনি এক বিঘা জমিতে বেগুন ও এক বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছেন। বিক্রি শুরু করেছেন গত সপ্তাহ থেকে। প্রতি মণ বেগুন পাইকারি বিক্রি করছেন ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা দরে। মুলা প্রতি মণ পাইকারী বিক্রি করছেন  ১৪শ টাকা দরে।  কৃষক জাকির এর মধ্যে  ৬০ হাজার টাকার বেগুন ও ৪০ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। কৃষক জাকির আরও প্রায়  ৪০ হাজার টাকার বেগুন ও ৩০ হাজার টাকার মুলা বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন। সবজির দাম বেশি পাওযায় কৃষক খুশি। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর এ জেলায় ২ হাজার ৮শ হেক্টর জমিতে শীতকালীন শকিসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন জানান, কৃষি বিভাগ কীটনাশক ছাড়াই আলোর ফাঁদ পেতে বেগুন,শিম ,লাউ চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে। এ পদ্ধতি এখন অনেকাংশে কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে। খাদ্যের গুনগত মান রক্ষায় এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে আলোর ফাঁদ পেতে কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহ প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে এবার ৫শ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষ জেলায় কৃষকদের মধ্যে করানো হয়েছে, মর্মে উপ-পরিচালক জানান।
দেশকন্ঠ//




 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।