• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০৪:১৬    ঢাকা সময়: ১৪:১৬

রাঙ্গামাটিতে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা

দেশকন্ঠ অনলাইন : জেলায়  সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি কর্মকর্তাদের নিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কৃষিবিদ ড. মো. সাহিনুল ইসলাম।

রাঙ্গামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্তি পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ ও রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট-এর অধ্যক্ষ কৃষিবিদ মো. নাসিম হায়দার। এসময় অন্যান্যের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের পরিচালক মো. সফিউজ্জামান।

প্রধান অতিথি বলেন, কৃষকরা যদি আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন তাহলে ফলন ভালো হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন ব্যায়ও কমে আসবে।কর্মশালায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ//

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।