• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ০১:২৩    ঢাকা সময়: ১১:২৩

আগাম জাতের শিম চাষে লাভবান পাবনার কৃষকরা

দেশকন্ঠ অনলাইন : পাবনায় আবাদ হচ্ছে আগাম জাতের শিম। এতে লাভবান হয়েছেন অনেক কৃষক। শীত শুরুর আগেই বাজারে উঠেছে শিম। অটো ও রূপবান নামে দু’জাতের শিমের ভালো দাম পাচ্ছে চাষীরা। তবে এবার বৈরি আবহাওয়ায় ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা।

মাঠজুড়ে সবুজের সমারোহ। মাঝে হালকা বেগুনি ফুল। পরিচর্যায় ব্যস্ত কিষাণ-কিষাণী, শিম তুলছেন কেউ কেউ। এ দৃশ্য পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদীর বিভিন্ন গ্রামের।

শীতের আগেই শীতের সবজি। ভালো দাম পেয়ে দারুণ খুশি কৃষক। শুরুতে ৫ হাজার টাকা মণ দরে বিক্রি হলেও এখন কিছুটা কমে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে অসময়ে বৃষ্টি হওয়ায় ফলন কমে আসার আশঙ্কা করছেন তারা।

কৃষকরা জানান, ১৬০ টাকা দরে এবার বিক্রি শুরু হয়েছে। দীর্ঘসময় ধরে এই দামটা চলমান ছিল। অন্য এক কৃষক জানান, বৃষ্টি অতিমাত্রায় হলে পরে ফুলগুলো ঝরে পড়ে যায়। এছাড়া বৃষ্টির কারণে পচন ধরে।

জেলার অন্যতম পাইকারি সবজির হাট ঈশ্বরদী ও মুলাডুলি। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকাররা প্রতিদিন এখানে আসেন শিম কিনতে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা, নারায়নগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে এখানকার শিম সরবরাহ করা হয়।

কৃষি বিভাগ জানায়, শিমের ফলন বাড়াতে পোকা-মাকড় দমনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা।

পাবনার আটঘরিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব বলেন, পোকার লাভাগুলো পরিষ্কার করে দিলে এবং কিটনাশক স্প্রে করেও পোকামাকড় দমন করা যায়।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সামছুল আলম বলেন, গতবছরের তুলনায় এবছর বৃষ্টি বেশি হওয়ার কারণে কিছু কিছু শিমে পচন ধরেছে। মাঠে গিয়ে বাস্তবে আমরা এটা দেখেছি। সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে কিছু পরামর্শ দিয়েছি।

কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর জেলায় ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আগাম জাতের শিমের আবাদ হয়েছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।