• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১  নিউইয়র্ক সময়: ২১:১৬    ঢাকা সময়: ০৭:১৬

মাইক্রোসফট এজে যুক্ত হলো নতুন কিছু টুল

দেশকন্ঠ  ডেস্ক : মাইক্রোসফট বিং-এ যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তার নানা টুল। ডেল-ই টেকনোলজি নামে নতুন এই প্রযুক্তি যুক্ত হয়েছে বিং চ্যাটবটে। বিং ইমেজ ক্রিয়েটর নামে নতুন এই ফিচারটি ডেস্কটপ এজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।যেকোনো টেক্সট প্রম্পটের মাধ্যমে এখন সহজেই ছবি জেনারেট করা যাবে। তাছাড়া প্রতিবারই চারটি ভিন্ন ছবি তাদের দেখানো হবে। এক ব্লগপোস্টে এই নতুন ফিচারের কথা জানানো হয়েছে।

প্রথমে এজের সাইডবারে '+' আইকনে ক্লিক করতে হবে। এটি বাদেও একটি ড্রপ ফিচারও তারা যুক্ত করেছে। মাইক্রোসফট এজই প্রথম ব্রাউজার যা এমন ফিচার চালু করেছে। শীঘ্রই এই ফিচার স্মার্টফোনেও যুক্ত হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।