দেশকন্ঠ ডেস্ক : দিনে দিনে বাড়ছে আলোক দূষণ। ফলে চোখের আড়ালে চলে গেছে ছায়াপথ। হারিয়ে যাচ্ছে আকাশের তারা। গবেষকরা জানান, এভাবে দূষণ চলতে থাকলে ২০ বছরের মধ্যেই রাতের আকাশে আর তারার দেখা মিলবে না। আলোক দূষণ পাল্টে দিচ্ছে মানুষসহ প্রাণীজগতের জীবনধারাও। ঘুমে ব্যাঘাতের পাশাপাশি বাড়ছে স্থুলতা ও ডায়াবেটিস। পাখি হারাচ্ছে পথ, বাধাগ্রস্ত হচ্ছে কচ্ছপের প্রজনন।
জ্যোৎস্নামাখা রাতের আকাশে প্রেমিকাকে ভালোবাসার বার্তা পাঠানোর এমন সুযোগ একসময় আর থাকবে না। বিলীন হচ্ছে তারাভরা সেইসব রাত। আধুনিক সভ্যতার অভিশাপ- তারাহীন রাতের মূলে আলোক দূষণ বা পৃথিবীর বুকে মাত্রাতিরিক্ত কৃত্রিম আলোর উপস্থিতি।সম্প্রতি সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, আলো নিঃসরণকারী ডায়োড- এলইডির ব্যবহার, রাস্তা-ভবন-অফিস, বিলবোর্ডসহ বিভিন্ন স্থাপনায় অলোকসজ্জা ও সীমাহীন বাহ্যিক আলোর ব্যবহার রাতের আকাশকে উজ্জ্বল করছে।
গবেষণা বলছে, দূষণের কারণে ২০১৬ সাল থেকে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ খালি চোখে আকাশগঙ্গা ছায়াপথ দেখতে পাচ্ছে না। প্রতি বছর ১০ শতাংশ হারে উজ্জ্বল হচ্ছে রাতের আকাশ। জার্মানির আইফেল জাতীয় পার্কে স্বাভাবিক রাতে যেখানে ৩ থেকে সাড়ে ৪ হাজার তারা দেখা যেতো, এখন সেখানে বড়জোর ১৮শ’ তারার দেখা মেলে। গবেষকরা জানান, এভাবে দূষণ চললে একসময় সবচে উজ্জ্বল নক্ষত্রও দৃষ্টির আড়ালে চলে যাবে।
আলো দূষণে শুধু তারারাই অদৃশ্য হচ্ছে না, মানুষসহ উদ্ভিদ ও প্রাণী জগতেও ক্ষতিকর প্রভাব পড়ছে। নীল আলোর এলইডি লাইটে মানুষের মেলাটোনিন হরমোন নিঃসরণ কমে ঘুমের ব্যাঘাত ঘটায়। বাড়ে ডায়াবেটিস ও স্থুলতা। কৃত্রিম আলোয় দিকভ্রান্ত পাখিরা। গবেষণা বলছে, আলোর প্রভাবে উত্তর আমেরিকায় প্রায় ২শ’ প্রজাতির পাখি পথ পরিবর্তন করেছে। আলোকিত সাগর তীরে বাধাগ্রস্ত হয় কচ্ছপের প্রজনন।এ অবস্থায় আলো দূষণ কমাতে কমিটি তৈরি করে অপ্রয়োজনীয় আলোর ব্যবহার কমানো, স্মার্ট আলোর ব্যবস্থা করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন গবেষকরা।
দেশকন্ঠ/এআর
আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।