• শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২  নিউইয়র্ক সময়: ০৮:৩৫    ঢাকা সময়: ১৮:৩৫

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকার নির্দেশ

দেশকন্ঠ  অনলাইন : বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন।

খুলনার জাহানাবাদ সেনানিবাসে বুধবার সকালে শহীদ লেঃ কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি দেশের যে কোন প্রয়োজনে নবীন সৈনিকগণের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে। রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্ব বিষয়ে সর্ব শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম, দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সোলাইমান মৃধা এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।